নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশন রোডে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রতিনিধি: বাকিতে বিকাশ ও মোবাইল ব্যাংকিং করতে না দেয়ায় পৌর এলাকার স্টেশন রোড রেলওয়ে মার্কেটে “মেসার্স শায়ান ফার্মা” নামক একটি ফার্মেসি ব্যবসায়ী মুহসিনুল করিম সোহাগকেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে ঘটনা ঘটে।  এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে,  “মেসার্স শায়ান ফার্মা” ফার্মেসি ব্যবসার পাশাপাশি বিকাশ ও মোবাইল ব্যাংকিং দীর্ঘদিন যাবত করে আসছে। রোববার ১২টায় বণিকপাড়ার  সুহেল (৩৫); শিমরাইলকান্দির  আকরাম  (২৮) অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে  “শায়ান ফার্মা” ফার্মেসি ব্যবসায়ী মুহসিনুল করিম সোহাগের উপর হামলা করে তাকে আহত করে। হামলাকারীরা  দোকানের ক্যাশ বাক্সে থাকা  নগদ ৩ লক্ষ ১ হাজার ৭ শত টাকা লুট করে নিয়া যায়। দোকানের লক্ষাধিক টাকার আসবাবপত্র  ভাঙচুর ও ক্ষতি  করে। এবং এই ব্যাপারে শালিস দরবার কিংবা মামলা মোকাদ্দমা করলে প্রাণে হত্যার হুমকি দেয়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পত্র পেয়েছি। উক্ত বিষয় প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »