প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
শ্যামল আহমেদ : সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্ন আকাশ ছোঁয়া সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির স্বর্নালী আক্তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেল ৪টায় পৌর এলাকার উত্তর পৈরতলা দাড়িয়াপুর শহীদ কাশেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বপ্ন আকাশ ছোঁয়া সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথি সহ উপস্থিত শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী ও জন্মদিন পালন করা হয়।
স্বপ্ন আকাশ ছোঁয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্নালী আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃহেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি, বাংলা টিভি জেলা প্রতিনিধি আল আমিন শাহীন,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃকাউসার আহাম্মেদ প্রমুখ। উক্ত আলোচনা সভা ও কেককাটা শেষে সংগঠনে সদস্যদের নিজ অর্থায়নে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করেন সংগঠনে সদস্যরা। সংগঠন পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কাশপিয়া তারান্নুম,সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, জিদান হুসাইন, স্নেহা চৌধুরী, সামির, রাব্বি, সোহাত, রমজান, চন্দা, নাদিয়া।
সংগঠনটি ২০১৯ কার্যক্রম শুরু করার পর থেকেই অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে কাজ করার পাশাপাশি, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে নিজেদের অর্থায়নে বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত শিশুদের সহযোগিতা করেছে।
আপনার মন্তব্য লিখুন