স্বেচ্ছাসেবী সংগঠন সুহৃদ ব্রাহ্মণবাাড়িয়ার কমিটি গঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ৪ মে ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সংবাদদাতা : স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার ব্রাহ্মনবাড়িয়া সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে সুহৃদ সম্মেলন ২০২৪ এ আনুষ্ঠানিক ভাবে এ কমিটি সর্বস্মতিক্রমে অনুমোদন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভুতি ভূষণ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, ইউনিভাসিটি অব ব্রাহ্মণভাড়িয়ার আর্ট এন্ড ফ্যাকাল্টি বিভাগের ডিন ড. মোঃ শাহ আলম, নবীনগর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, সায়েদাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল ওয়াহেদ, প্রফেসর খালেদ হোসেন খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার এডমিন প্রকৌশলী এ এফ এম আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমীন শাহীন।
সকাল থেকে বিকেল পর্যন্ত এ সম্মেলনে আনুষ্টানিক ভাবে কেককাটা সহ বিভিন্ন পর্বে সুহৃদ সদস্যরা অংশ নেন। সবশেষে সর্ব সম্মতিক্রমে কমিটির সভাপতি প্রফেসর বিভুতি ভ’ষণ দেবনাথও সাধারণ সম্পাদক প্রকৌশলী এ এফ এম আনিসুর রহমানকে সদস্যরা অভিনন্দন জ্ঞাপন করেন। নির্বাহী কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আসলাম, সহ সভাপতি যথাক্রমে খুশবু মোঃ আল আমান, এড, শফিউল আলম লিটন, এড. শাহ আলম, এ টিএম আল আমীন, মোঃ তারেক আলী ভ’ইয়া, এড. হুমায়ূন কবীর ভ’ইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম এ সাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল মিজান খোকন, অর্র্থ সম্পাদক – মোঃ আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ফারুক আহমেদ ভ’ইয়া, আইন সম্পাদক এড. মোশাররফ হোসেন চৌধুরী, সোহাগ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম জাবেদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান এমিল, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক আল আমীন শাহীন,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপ রায় চৌধুরী, নির্বাহী সদস্য হরিলাল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিয়েটিভ ডিজাইনার আশরাফ পিকো , সালেহ আহমেদ, ফয়সাল আহাম্মেদ ওয়াকার, মোঃ আল মাসুদ টুটুল, এবিএম মাহবুবুর রহমান, এড. আরিফ খান, আবদুল মতিন প্রমুখ। সম্মেলনে বক্তারা নিপীড়িত মানুষের কল্যাণে ও আর্থ সামাজিক উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন , বক্তারা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা নিরসনে উদ্যোগ গ্রহণে ঐক্যমত প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন