১২ হাজার পিস ইয়াবা পাচার কালে ১ নারী গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কৌশলে শরীরে হাত পায়ে লুকিয়ে ১২ হাজার পিস ইয়াবা পাচার কালে মনোয়ারা বেগম(৫০) নামক এক নারী পাচারকারী গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় আশুগঞ্জ থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এ নারীকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের নির্দেশে আশুগঞ্জ থানা পুলিশ টোল প্লাজায় বিশেষ অভিযান চালায় এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমকে তল্লাশী চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন