৮০০ পিস ইয়াবাসহ আটক ০৪ জন।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ১ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেপ্রতিবেদক:গত ৩১/০৫/২০২১ খ্রি. তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন শিবনগর এলাকাস্থ হতে কর্ণেল বাজার রোডের পশ্চিম পাশের্^ মায়ের দোয়া স্টোরের সামনে হতে এবং শোনলৌহগড় গ্রামস্থ বসতঘরে অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ ০৪(চার) জনকে গ্রেফতার করা হয় এবং ০৩ (তিন) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মো: মো: এনামুল হক রাকিব (২৫)গ্রেফতার, পিতা- আব্দুর রহিম, সাং- খারকুট পূর্বপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২। মো: রিপন মিয়া(৫০) গ্রেফতার, পিতা- মৃত সুলতান মিয়া, সাং- শোনালৌহগড়, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ৩। মো: রায়হান মিয়া(২৫) গ্রেফতার, পিতা- মো: রিপন মিয়া, সাং- শোনলৌহগড়, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ৪। মো: রাব্বি মিয়া (২২) গ্রেফতার, পিতা- মো: জামাল মিয়া, সাং- শোনলৌহগড়, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং পলাতক আসামীরা হলো ১। মো: ইউনুছ মিয়া (৪২) পলাতক, পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- শিবনগর পূর্বপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২। মো: ইমরান মিয়া (২৭) পলাতক, পিতা-মৃত সেকুল ভুইয়া, সাং- শিবনগর পূর্বপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মো: লিটন মিয়া (২৮) পলাতক, পিতা- মো: মাহতাব মিয়া, সাং-মনিয়ন্ধ পূর্বপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। (প্রেস রিলিজ)
আপনার মন্তব্য লিখুন