নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাদুঘর উত্তপাড়ায় আধা কিলোমিটার রাস্তার জন্য শত শত মানুষের দূর্ভোগ ॥ রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

মোহাম্মদ সাব্বির : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে আধা কিলো মিটার রাস্তার জন্য প্রায় ৫০০ পরিবারের মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। রাস্তা না থাকায় যাতায়তে স্বাচ্ছন্দ্য নেই। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএলের মালিকানাধীন অংশে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে গতকাল শুক্রবার ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছে। বেলা ১২টার দিকে পৌর এলাকার ভাদুঘর উত্তরপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, হারুনুর রশিদ, আবদুর রহমান, জজ মিয়া, বাছির মিয়া, তাহের মিয়া, হানিফ মিয়া, ইউসুফ মিয়া, রোপা মিয়া, মলাই মিয়া ও মুসলিম মিয়া সহ ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাদুঘর রেললাইনের পূর্বপাশ থেকে আভি রিভার পার্কের উত্তর-পূর্বদিকে একটি রাস্তা রয়েছে। রাস্তাটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)এর। এই রাস্তার উপর মাটি ও বালু ফেলাসহ সংস্কার করা হচ্ছে না। এলাকার মানুষ নিজেদের উদ্যোগে বালু ফেলে কিছু অংশ দিয়ে পথ চলাচল করে , বাকী রাস্তা নিজেরা সংস্কার করতে চাইলে নানা বাঁধার সম্মুখিন হয়। প্রায় আধা কিলো মিটার রাস্তার দাবী এখানে সোচ্চার। রাস্তাটি করার জন্য জনপ্রতিনিধিরা লিখিত মত দিলেও বিজিএফসিএলের অসহযোগিতার তা হচ্ছে না। বক্তারা বিজিএফসিএল কর্তৃপক্ষের কাছে ওই রাস্তা উন্মুক্ত করে দেওয়াসহ রাস্তার নির্মাণকাজ বাস্তবায়নে ভূমিকার রাখার অনুরোধ জানান। তাহের মিয়া বলেন, ভাদুঘর রেললাইন থেকে পূর্বদিকে যাওয়ার উত্তরপাড়া এলাকায় চার শতক জমিতে স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে থাকি। বছরের ছয় মাস রাস্তা পানির নিচে থাকে। পানি উপর দিয়ে নিয়মিত চলাফেলা করার জন্য পায়ে একজিমা (চুলকানি) রোগ হয়ে গেছে। পা সারাদিন চুলকায়। উত্তরপাড়া এলাকায় পাঁচ শতক জায়গায় বসতি গড়েছেন জজ মিয়া। তিনি বলেন, শুক্রবার হলে এলাকার বয়োজ্যেষ্ঠরা মসজিদে যেতে পারে না। কারণ রাস্তায় পানি থাকে। আর বৃদ্ধা রোগীদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হয়। গোলাম রব্বানী, হারুনুর রশিদ ও আবদুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। ছাত্র ছাত্রীদের স্কুলে যাতায়াত বিশেষ এদিকে একাধিবার রাস্তা খুলে দেওয়াসহ মেরামতের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান লিখিত মত ও দিয়েছেন, একাধিবার বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে ,তারা আশ্বাস দিলেও কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। প্রায় ৫০০ পরিবার এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। তারা এখন দুর্ভোগ পোহাচ্ছেন। বিজিএফসিএল যদি আন্তরিক হয়ে রাস্তা নির্মাণ করে দেয় তাহলে মানুষের অনেক উপকার হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
অনুবাদ করুন »