কসবা পৌরসভার বৃক্ষ রোপন কর্মসূচি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার বিজনা সেতুর পশ্চিম রাস্তার পাশে ময়লার স্তুপ মাটি দিয়ে ভরাট করে সুবজ বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করেন কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।
এসময় তিনি স্থানীয় টেলিভিশন সাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী আনিসুল হক এমপি যেমন কসবা-আখাউড়াবাসীর ছায়া হয়ে আছেন তেমনি ভাবে এই সবুজ বৃক্ষ গুলো পথযাত্রীদের পাশে ছায়া হয়ে থাকববে। বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, পৌর কর্মচারী রুস্তম খা, কসবা টি আলী কলেজ ছাত্রলীগ সভাপতি সফিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন।
আপনার মন্তব্য লিখুন