ঢাকা আহছানিয়া মিশন এর উদ্যোগে ডিসি সিএস এ্যাডভোকেসি সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সংবাদদাতা : আজ বুধবার ঢাকা আহ্ছানিয়া মিশন ডিসি সিএস এ্যাডভোকেসি সভা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া । কন্টিনিউশেন এন্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশনস ইন বাংলাদেশ প্রকল্পে বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া এসডিআইসির ইনচার্জ মোজাম্মেল হক চৌধুরী। আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন,ডাঃ শামীমা সুলতানা, ডাঃ মাহমুদা বেগম, ডাঃ কিশলয় সাহা, ডাঃ মামুদ মাসুম,ডাঃ আশরাফুর রহমান প্রমুখ। সভায় জানানো হয়, জাতীয় এইডস ও এসটিডি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর সার্বিক তত্বাবধানে ঢাকা আছানিয়া মিশন ,ছিন্নমূল মানবকর্যাণ সংস্থা দি গ্লোবাল ফান্ড্ জিসি-৭ প্রকল্প আইসিডিডিআর ২ বছর মেয়াদে ৭টি কর্ম এলাকার ১৩ টি জেলায় ২ হাজার ৮ শত ৭ শত ৫ জন হিজরা ও ২১ হাজার ৬ শত ৩৬ জন এমএসএম জনগোষ্টীকে ৩০ টি সার্ভিসসেন্টারে কন্টিনিউশেন এন্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সাভিসেস ফর কী পপুলেশনস ইন বাংলাদেশ প্রকল্পে সেবা প্রদান করবে। ব্রাহ্মণবাড়িয়ার ১ হাজার ৯১ জন এমএসএম , ৭শত ১৩ জন এমএস ডবিরøউ ও ২ শত ৩২ জন হিজরাকে সেবার আওতায় আনা হয়েছে এইচঅঅইভি এইডস প্রতিরোধে এ কার্যক্রমে চিকিৎসকদের সার্বিক সহায়তা কামনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন