নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কলেজছাত্র মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণাবড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. দিদারুল আলম, মো. মামুন মিয়া, মো. নাহিদ মিয়া ও মো. আনিসুর রহমান। তাদের সবার বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও দুই মাসের কারাদ-াদেশ দেয়া হয়েছে।

এদিকে এজহারভুক্ত আসামি মো. মোহন মিয়াকে ৭ বছরের সশ্রম কারাদ- ও মো. শ্যামল মিয়াকে দুই বছরের কারাদন্ডএবং সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া গ্রামের মো. সোহরাব মিয়ার কলেজপড়–য়া ছেলে সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যার পর স্থানীয় নতুন চকবাজার এলাকার সেতুর পাশে ফেলে রাখা হয়। হত্যাকা-ের পরদিন ৪ ফেব্রুয়ারি নিহতের চাচা মো. সেলিম মিয়া বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দুই আসামি মৃত্যুবরণ করায় ১৪ জনের বিরুদ্ধে মামলা চলমান থাকে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ মোল্লা ওই বছরের ৪ জুন ১৪ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিহতের চাচা ও মামলার বাদী মো. সেলিম মিয়া জানান, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) মো. নজরুল ইসলাম ভূইয়া জানান, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাতে আমরা সন্তুষ্ট।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »