সরাইলের শাহাজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা সংবর্ধনা পেল পরীক্ষার্থীরা।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ , ১১ জুন ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেসরাইলের শাহাজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা সংবর্ধনা পেল পরীক্ষার্থীরা। আজ ১০ই জুন শুক্রবার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা স্বারক। এর আগে আলোচনা সভায় উপস্থিত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিধান এরমাধ্যমে সম্মানিত করা হয়। সংগঠনের উপদেষ্টা কার্যনির্বাহী কমিটিসহ সকলকে উত্তরীও পড়িয়েছেন অতিথিবৃন্দ। আবদুল্লাহ বিন সালেহ তামিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ (সংরক্ষিত) নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। সংগঠনের উপদেষ্টা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইফতেহার আহমেদ সজিবের উদ্বেধনী বক্তব্যের পর স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সম্পাদক মো. শিব্বির আহমেদ। হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা মহিলা আ’লীগের সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য এডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, ইউপি চেয়ারম্যান মোছা: আছমা বেগম, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান ও শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দাস প্রমূখ। বক্তারা বলেন, দেওড়ায় স্কুল প্রতিষ্ঠার ৩৮ বছর পর প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র কল্যাণ সংসদ। দুই স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা বসিয়ে সংবর্ধনার আয়োজন, এমপিসহ গুরূত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি করে শিক্ষার্থীদের উদ্ভোদ্ধকরণ, ইউনিয়নে এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে ‘শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদ।’ সকলেই এই সংগঠনের সৃষ্টিশীল সকল কাজে সহযোগিতা করবেন। অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সংগঠনের সকলকে বলা হয়েছে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে। প্রধান অতিথি মহতি আয়োজনের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুযোগ সুবিধা ও নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি ছাত্র কল্যাণ সংসদের সকল সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আপনার মন্তব্য লিখুন