নাসিরনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
আকতার হোসেন ভুইয়া॥ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ‘আমরা পারি আমরা পারবো আমাদের সমাজ আমরাই গড়ব’এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর আলোর পথ মানব কল্যান সংঘের উদ্যোগে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে স্থানীয় ইউপি সদস্য মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে মোঃ নজীব উদ্দিন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি,মানব কল্যান সংঘের উপদেষ্টা মোঃ আবদুর রাজ্জাক,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ টি আর এম সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাকিল সিদ্দিকী প্রমূখ।অনুষ্ঠানে মানব কল্যান সংঘের সদস্য মীর শাহীন,মোঃ মোক্তাদির,জহিরুল ইসলাম তাপস,মোজাম্মেল,তানজিল,রামিন,হেফজু আহমেদ,মেহেদেী,ফয়েজ উদ্দিন,সাইফুল ইসলাম,আবীর আহমেদসহ শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন