অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই আগামী ৩০ জুলাই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
রুহুল কুদ্দুছ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেইম ডেভলপমেন্ট কমিটির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় আগামী ৩০ জুলাই ২০১৯ইং রোজ মঙ্গলবার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই করা হবে। বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক। আগ্রহী খেলোয়াড়দের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন, পিএসসি,জেএসসি ও এস.এস সি’র সার্টিফিকেটের মুল কপি ও ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং ক্রিকেট সরঞ্জাম ( যদি ব্যাটম্যান হয়), পোশাক ও অভিভাবক সঙ্গে নিয়ে ৫০ টাকা (অফেরতযোগ্য) রেজিস্ট্রেশন ফি প্রদান করে বাছাইয়ে অংশ গ্রহন করতে হবে। উল্লেখ্য যাদের জন্ম ০১/০৯/২০০৫ বা এরপরে তারা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের জন্য প্রযোজ্য, যাদের জন্ম ০১/০৯/২০০৩ বা এরপরে তারা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের জন্য প্রযোজ্য, যাদের জন্ম ০১/০৯/২০০১ বা এরপরে তারা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জন্য প্রযোজ্য। বিস্তারিত জানার জন্য ০১৭১২-৭৩২৬১৩, ০১৭১২-১৮৪৮৪৮ আগামী দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব, মাশরাফি, তামিম এর মতো ক্রিকেটার তৈরীর এ কার্যক্রমে সকল ক্রিকেটারদের অংশ গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
আপনার মন্তব্য লিখুন