অস্ত্র সহ ডাকাত আটক করেছে র্যাব-১৪,’
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বান্ছারামপুরের ইমামনগর এলাকা থেকে ০১টি ওয়ান শ্যুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত জুয়েল(৩৩) কে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
বিস্তারিত
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী জুয়েল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপসহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাসহ এবং আশেপাশের উপজেলাগুলোতে অন্যান্য সন্ত্রাসী গ্রুপকে টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দিয়ে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ডাকাত ও সন্ত্রাসীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গত কয়েকদিন পূর্ব থেকে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে তার সাথে যোগাযোগ করে ৩০০০ টাকার বিনিময় তার কাছ থেকে অস্ত্র ভাড়া নেওয়ার পরিকল্পনা করেন। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০২/০৮/২০১৯ ইং তারিখ ০২.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াকান্দি (ইমামনগর) সুবেদ আলী বেপারী বাড়ীর সামনে অস্ত্রটি দিতে আসলে অভিযান পরিচালনা করে ১। জুয়েল মিয়া (৩৩), পিতা-ফরিদ মিয়া, সাং-দড়িকান্দি(ইমামনগর), থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করেন। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১। ০১ টি ওয়ান শ্যুটার গান, ২। ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা। ধৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনাসহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাসহ এবং আশেপাশের উপজেলাগুলোতে অন্যান্য সন্ত্রাসী গ্রুপকে টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন