আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষ্ণনগরে ইফতার ও দোয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেনুসরাত জেরিন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষ্ণনগর খান সুপার মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্প্রতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে ও এম. নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নবীনগর উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম। বক্তব্য রাখেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কৃষ্ণনগর ইউনিয়ন শাখা কমিটির সভাপতি নিয়াজ মোহাম্মদ কাজল, সহ-সভাপতি আবুল খায়ের, মামুনুর রশীদ মলাই, আশরাফুল আজিজ, সমাজসেবক ও আলহাজ দেলোয়ার হোসেন খান ও মোঃ মোহন মিয়া, কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, কৃষ্ণনগর আঃ জব্বার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি কাজী মলাই মিয়া। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কবি ও সাহিত্যিক আমির হুসেন, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এম.এ হানিফ। আরো ছিলেন ফারুক, ফরিদ, ফায়েজ আলী, জাকির হুসেন, কাউসার আলম, রিফাতুল ইসলাম, গিয়াস উদ্দিন, আঃ করীম, মোছা মিয়া, সফিউল্লাহ ভূঁইয়া, জলিল, রফিক, জামাল হোসেন, আজিজুল সহ অত্র সংগঠনের সকল সদস্যদবৃন্দ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অত্র সংগঠনের সাধারন সম্পাদক কাজী আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (আদর), এম. তারিফুল ইসলাম ও মাঈনুদ্দিন। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা শেষে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য লিখুন