আওয়ামীলীগ নেতা ফখরুল হাসান এর উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ১৯ মে ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসানের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ মানবিক কাজে ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এএইচএম মাহবুবুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা কবির আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ,কণ্ঠ শিল্পী হৃদয় কামাল সাংবাদিক শরীফ,জহির আহমেদ প্রমুখ । এসময়ে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এএইচএম মাহবুবুল আলম বলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়েল নির্দেশনায় করোনার সংকটকালীন সময়ে সুবিধাবঞ্চিত গরীব-দুঃখী মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মীরা বূমিকা রাখছেন। উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল হাসান এর মানবিকতায় তিনি ধন্যবাদ জানান এবং এমনই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন