নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় উদ্ধারের তিন মাস পর ১৯৭১ সালের ৩০ কেজি ওজনের মর্টারশেল নিস্ক্রিয়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ , ১১ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সায়মন ওবায়েদ শাকিল : ১৯৭১ সালর মুক্তিযুদ্ধকালের মর্টারশেল উদ্ধার করা হয় গত মার্চ মাসে। উদ্ধারেরও তিন মাস পর ১১ জুন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপ্যাড এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে। এ সময় মর্টারশেলের বিস্ফোরণের শব্দে পুরো এলাকার মাটি কেঁপে ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মো. রিপন হোসেনের বাড়িতে অনুমান ৩০ কেজি ওজনের মর্টারশেলটি উদ্ধার হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় থাকা মর্টারশেলটি উদ্ধার করা হয়। গত তিন মাস ধরেই স্থানীয় একজন গ্রাম পুলিশের পাহারায় ওই মর্টারশেলটি নিরাপদ স্থানে রাখা হয়। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্ব ১১ সদস্য বিশিষ্ট একটি বোমা নিষ্ক্রিয়করণ দল এসে ওই শেলটি ধব্বংস করে। এসময় আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »