আখাউড়ায় ছুড়ি চাপাতি বানাতে ব্যস্ত সময় কাটাচ্ছে কামাররা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সংবাদদাতা : ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দা, বটি, চাপাতি, ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। টুং টাং শব্দ আর ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে উপজেলায় বিভিন্ন হাট-বাজার। পৌর শহরের কলেজ রোড, উপজেলার মোগড়া বাজার, মনিয়ন্দ বাজার ঘুরে দেখা গেছে, দম ফেলার ফুরসত নেই কামারদের। দিন-রাত কয়লার আগুনে লোহা পুড়িয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে দা, ছুরি, চাকু, বটি, কুড়াল, কোদাল তৈরি, পুরনো অস্ত্র ধাড়ালো করায় ব্যস্ত তারা।
পৌর শহরের কলেজ রোডের উত্তম কর্মকার বলেন, বছরের বেশিরভাগ সময় কাজ না থাকায় অলস সময় কাটাই। কোরবানি এলেই কাজ বেড়ে যায়। এ সময় পুরো বছরের উপার্জন হয় আমাদের। তাই পরিশ্রমটাও বেশি করেই করতে হয়।
উত্তম কর্মকার আরো বলেন, সারাবছর তো কেউ ছুরি-চাকু- চাপাতি কেনে না। কোরবানি এলেই নতুন অস্ত্রের প্রয়োজন হয়। এছাড়া কাঁচামালের দামও বাড়ে। তাই এ সময় আমরাও পণ্যের দাম কিছুটা বেশি নিচ্ছি।
আপনার মন্তব্য লিখুন