আমি তাকেই চাই—মাহবুবা রউফ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ১৮ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আমি তাকেই চাই,
যে আমার
অগোছালো জীবনটাকে
গুছিয়ে দেবে।
সাজিয়ে নেবে তাঁর
মতো করে।
আমি তাকেই চাই,
যে আমার
জীবনে আসবে
সুখী হওয়ার আশায়
নয়,
দুঃখ জয় করার
অনুপ্রেরণা জোগাতে।
আমি তাকেই চাই,
যে আমায় দেখাবে
সুন্দর জীবন গড়ার
স্বপ্ন,
অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে
স্বপ্নের বাস্তবায়নে।
আমি তাকেই চাই,
যে ছেড়ে যাবে না আমায়,
জীবনে মোর দুঃখের
ঝড় এলে,
যে থাকবে পাশে সুখে-
দুঃখে।

MD Sami Ahamed Pranto and 18 others
9 Comments
Like
Comment
Share
আপনার মন্তব্য লিখুন