আলোর পথের শুভ দিশায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : জীবনের প্রথম শিক্ষা নেয়ার পবিত্রাঙ্গনে প্রবেশ করেই মনের মাঝে ভিন্ন শিহর, সেই মাঠ, ভবন , বারান্দা, দরজা জানালা বেঞ্চ এগুলো কত যে আপন। স্কুল বন্ধ কিন্ত মনের মাঝে খোলা স্কুলে দেখছি আমার শিক্ষকদের , সহপাঠীদের কলরব। রেণু দি, জোৎস্না দি, সুচি দি, অঞ্জু দি, নিভা দি,বুড়ো দি, বিনতা দি সহ সবগুলো মুখ চোখের সামনে, এসেম্বলীতে দাড়িয়ে যেন বলছি হে প্রভু শোন মোর প্রার্থনা, এমনই স্মৃতিতে হারানো প্রেক্ষাপটে ডাঃ নূরুল হুদা পাভেল এর ডাক, ভাই আমরা এসেছি।
সম্বিৎ ফিরে এবার তাকিয়ে দেখি প্রিয় মাঠে সব আলোর পথের সারথীরা। প্রিয়জনকে ভালবাসতে দুর্দিনে তার পাশে দাড়িয়েছে। প্রিয়জন বলতে সমাজের দৈনিক রোজগারী খেটে খাওয়া মানুষ যারা তাদের প্রয়োজন মেটাতে আলোর পথের উদ্যোগ“করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য বিতরণ কর্মসূচী। সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বেচ্ছাসবেীরা সুন্দর ভাবে দাড়িয়ে আছে, প্রিয়জনরা প্রয়োজন মেটাতে নিচ্ছেন খাদ্য সামগ্রী ভরা প্যাকেট। নিজের এই পবিত্রাঙ্গনে আরও একটি পবিত্র সেবা কাজে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। আলোর পথে নামক স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছর সুবিধা বঝিঞ্চত মানুষের পাশে দাড়ায়, নিজেদের জমানো অর্থায়নে ঈদ রোজা পূজা সহ সংকট কালীন সময়ে তাদের কর্মসূচী গুলো অন্যদেরও সেবাকাজে অণুপ্রেরণা দেয়।
এই কর্মসূচীগুলোর কাজে উপস্থিত থাকেন অনেক সেবা কর্মী এবারও অনেকে এসেছেন সাংবাদিকদের উপস্থিতি মন কেড়েছে। এখানে ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ লোকমান হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আল আমীন শাহীন ,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়সনের সহসভাপতি আ,ফ,ম কাউসার এমরান ব্যাপিষ্ট চার্চের ফাদার ক্রিষ্টাফার টাইটাস দাস,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল,ডেইলি স্টার জেলা প্রতিনিধি মাসুক হৃদয় ,সংগঠনের সভাপতি নুরুল হুদা পাভেল সহ স্বেচ্ছাসেবীরা । জানলাম বিভিন্ন পয়েন্ট আলোর পথে এই সেবা কর্মসূচী চালাচ্ছে। পুষ্পেন সহ তাদের স্বেচ্ছাসেবীরা দক্ষিণাঞ্চলেল বিভিন্ন গ্রামে কাজ করছে। মন ভরে গেল সব শুনে আলোর পধথর সারথীদের সেবা কার্যক্রমে মিশে। তাদের এই দৃষ্টান্ত সেবার আলোর ছড়িয়ে যাক বিস্তৃত সারাদেশে।
আপনার মন্তব্য লিখুন