আলোর পথের সংগঠনের কমিটি গঠন : মো: নূরুল হুদা পাভেলকে সভাপতি ও পুষ্পেন ভৌমিক কে সাধারণ সম্পাদক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মানবতার কল্যানে প্রতিষ্ঠিত আলোর পথে সংগঠনের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। ২১ শে আগস্ট রোজ বুধবার মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা সাতটায় “আলোর পথে” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলী র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আলোর পথে সংগঠনের উপদেষ্ঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আলোর পথের সংগঠনের প্রধান উপদেষ্টা সোপানুল ইসলাম সোপান,মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিক সহ উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী প্রমুখ।এ সময় আলোর পথে সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে ডা:মো: নূরুল হুদা পাভেলকে সভাপতি ও পুষ্পেন ভৌমিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলীকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়। সহ সভাপতি সুব্রত দাস,যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক খোকন সাহা,প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিষা দেব,অর্থ সম্পাদকমো: জুনায়েদ,শিক্ষা বিষয়ক সম্পাদক কনক ইসলাম , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহুল দেব কে নির্বাচিত করা হয়। বক্তারা আলোর পথে সংগঠনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে বলেন গত তিন বছরে ছিন্নমুল অসহায় মানুষদের নিয়ে কাজ করে আলোর পথে সংগঠন ।
আলোর পথের সংগঠনটি বিগত ৩ বছর যাবৎ সুবিধাবঞ্চিত ঈদ উৎসব ও খাদ্য সামগ্রী বিতরণ, ফ্রি ডেন্টাল ক্যাম্পিং, দুর্গাপূজায় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিতদের জন্য আলোর পথে আনন্দ পাঠশালা স্কুলটি পরিচালনাসহ অন্যান্য সামাজিক কর্মকান্ড পরিচালনা করে সবার হৃদয়ে স্থান করে নিয়েছে।
আপনার মন্তব্য লিখুন