নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

একুশের যৌথ কাব্যসমগ্র কাব্য তরীর মাড়ক উম্মোচন 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

একুশের যৌথ কাব্যসমগ্র কাব্য তরীর মাড়ক উম্মোচন ও কবি সম্মাননা অনুষ্ঠিত।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলম প্রকাশ করেছে তাদর যৌথ কাব্যসমগ্র “কাব্য তরী”। এ উপলক্ষে এক মাড়ক উম্মাচন ও কবি সম্মাননা গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন টলিভিশন পথিক টিভির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিমান কবি ও কথা সাহিত্যিক কবি আমির হাসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন শাহীন, পথিক টিভি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ, পথিক টিভির চেয়ারম্যান রাবেয়া জাহান তিন্নি, কবি ও কথা সাহিত্যিক সমিক সাত্তার, পিস ভিশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভাকট শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সভাপতিত্ব করন কবির কলমর সভাপতি ও কাব্য তরী গ্রন্থনার সম্পাদক কবি সুমন সাহা। শুভছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবি মনিরুল ইসলাম শ্রাবণ, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলন সহ-সভাপতি কবি এমএম ইকরাম ও সহ-সভাপতি কবি সিরাজুম মুনিরা সেতু।

অনুষ্ঠান “কাব্যতরী”র লেখক তাদর নিজ নিজ কবি পাঠ ও অনুভূতি ব্যক্ত করন। অনুষ্ঠান কাব্যতরীর সকল লেখক ও অতিথিগণকে কবি সম্মাননা স্মারক প্রদান ও মিষ্টমুখ করানো হয়। খ্যাতিমান লেখক, কবি-সাহিত্যিক ও কবির কলমের সদস্যদের সরব উপস্থিতি মুখরিত হয় পহলা ফাল্গুন ও বিশ্ব ভালাবাসা দিবস দিনটি। উল্লখ্য “কাব্য তরীর” কবির কলমের দ্বিতীয় কাব্যসমগ্র। তাদের প্রথম কাব্যসমগ্র “মেঘের ভেলা” সম্প্রতি প্রকাশিত হয়ছে। বই দুটি  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত অমর একুশর বই মেলায় কবির কলম স্টল পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »