এমন একটা মানুষ চাই ~ জুঁই সিরিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আমার এমন একজন মানুষ হোক
যে খুঁজবে আমার জমিয়ে রাখা আবদারের শোক,
যে আমাকে আমার থেকে ভালো বুঝবে,
যে আমাকে তার যন্ত্রণা গুলোর ভাগ দেবে,
যে আমার মনখারাপের দিনে একজোড়া সাদা পায়রা উপহার দেবে,
যে শুধু রাতের আঁধারে নয় বরং দিনের আলোতেও আমাকে মিষ্টি সোহাগে মাখাবে,
যে আমাকে বৃষ্টিতে ভেজার জন্যে আবদার করবে,
যে আমাকে লোডশেডিং রাতে ঘরের মধ্যে বয়াম ভর্তি জোনাকি উপহার দেবে
আমার এমন একটা মানুষ চাই যাকে পেলে আমার লাগবে না আর অসহায়।
আপনার মন্তব্য লিখুন