এলেবেলে স্বপ্ন- লতা পারভীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ , ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেবছর কয়েক পরে যদি একটা আটপৌরে
ব্রিফকেসে আমার জীবনটাকে ভরে তোমার
দুয়ারে এসে কড়া নাড়ি তুমি কি চমকে উঠবে!
বলবে কি, কেন এসেছো অথবা কতদিন থাকবে!
হাবিহাবি সব। নাকি আতিথেয়তায় কেটে যাবে দুজনের জীবন।
সেই ভালো তুমি আমাকে কিছুই বলোনা।
আমি ফেরার জন্য আসবো না তোমার দুয়ারে পৃথিবীর
সব পথকে তুচ্ছ করেই আমি তোমার ঘরের চৌকাঠ পেরোবো।
তোমার ছাদে গিয়ে এককাপ চা নিয়ে বসে অনেকটা রাত কাটাবো
তুমিও চাইলে চায়ে অভ্যস্ত হতে পারো আমার সঙ্গী হতে বা আমিও তোমার গজলে।
আমি রাঁধবো সিদ্ধ হস্তে তুমি এটা সেটা এগিয়ে দিবে।
আমি আনমনে হলে আমার মাথায় হাতটা বুলিয়ে দিলে আমি
কিছুই মনে করবো না বরং তোমার মায়ামাখা হাতটাকে মনে মনে তখন চাই চাই।
তুমি মনোযোগী শ্রোতা হয়ে আমার কথা শুনবে মাঝে মাঝে তোমার
আনমনা চোখে তাকিয়ে বলবো শুনছো কিছু!
তুমি হেঁসে বলে দিতে পারো আমাদের নির্ঘুম রাতগুলোর কথা
যে রাত তখন ফেলে এসেছি একযুগ আগে।
দুজনেই হেঁসে কুটিকুটি হবো স্মৃতি হাতড়িয়ে, বলবো,
আরো কেন রাত হলো না নির্ঘুম আরো কেন সকাল হলো না
কথায় কথায় তোমার গান আর আমার চায়ে দুজনে অভ্যস্ত হয়ে
কেটে যাবে স্মৃতিমধুর জীবন।
মন্দ হয়না জীবনটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখলে তোমার শাসনে।
ভালবাসা থাকলে খাঁচাও সুখের বলে মনে হয়।। এটাও ভালোলাগে
আপনার মন্তব্য লিখুন