করোনা প্রতিরোধে অগ্রণী যোদ্ধাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাড. মেসবাহ উদ্দিন ইকো
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নুসরাত জেরিন : করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রণী যোদ্ধা চিকিৎসক, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সেবা সংগঠক রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মেসবাহ উদ্দিন ইকো। তিনি বর্তমান সময়ে যাঁরা নিবেদিত হয়ে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়ায় সেসব শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধা জানান। গতকাল বুধবার তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, আর এমও রানা নুরুস সামস এর সাথে সাক্ষাৎ করে সকল ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ ম রশিদুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এসময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজন, কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান,সদস্য মোজাম্মেল চৌধুরী, আজিজুর রহমান পায়েল উপস্থিত ছিলেন। তিনি পুলিশ কর্মকর্তা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি শুভেচ্ছাস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন