কর্মহীন ও অসহায়দের খাদ্যসামগ্রী দিল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ , ৪ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিধি : ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় ১১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ‘এক মুঠো আহার–২’ নামে কর্মসূচিতে দাতাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করেছে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল এক কেজি, তেল এক লিটার, ছানা বুট এক কেজি, মুড়ি ৫০০গ্রাম ও খেজুর ৫০০ গ্রাম। এসব খাদ্যদ্রব্য সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদে সকলের সহযোগিতাতে আবারও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেকে নিজস্ব ভাবে এবং অনেক সংগঠন কর্মহীন মানুষের জন্য কাজ করছে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন