কালবৈশাখী ঝড়ে ১জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মোজাম্মেল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের কেরানি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। বৃদ্ধ মোজাম্মেল হক বাড়ির গোয়াল ঘরের বাইরে বেঁধে রাখা গরু আনতে বের হন। এসময় একটি আম গাছের ঢাল ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন