নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খাবার বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

স্টাফ রিপোর্টার:  ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টে থাকা ব্যক্তিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে রান্না করা খাবার দেওয়া হয়। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টি এ রোডসহ বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে থাকা ২৫২ জনকে এসব খাবার পৌঁছে দেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি পীযূষ কান্তি আচর্য্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সীমান্তেও রয়েছে কড়া নজড়দারি। এছাড়া কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য তাদের সঙ্গে দেখা করে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »