খুকি তুমি–সামি আহমেদ প্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ , ১৬ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেখুকি তুমি বৃদ্ধ কালে
নিউজ ফিডে এলে
খুকি তুমি দেখালে আজ
মানব সেবা কাকে বলে!
খুকি তোমায় আয়-রোজগার
তেমন কিছু নাই
মানব সেবা করছো তুমি
তোমায় সম্মান জানাই।
হাসি মুখে কথা বলো
কত সুন্দর দেখায়
তোমার থেকে শিখার আছে
মানবতা ভাই।
তুমি দৈনিক বিক্রি করো
খবরের কাগজ
আল্লাহ তোমায় ভাল রাখুক
সকাল-সন্ধ্যা রোজ।
আপনার মন্তব্য লিখুন