সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো– পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন
আল আমীন শাহীন : ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অভিনন্দন জানান হয়েছে। প্রেস ক্লাবের উদ্যোগে ও ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময়কালে পুলিশসুপার বলেন, পুলিশ সাংবাদিকদের লক্ষ্য এক অভিন্ন। শ্রষ্ঠার সৃষ্টির সেবা, মানুষের কল্যাণ,দেশ ও জাতির উন্নয়ন, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশ, নতুন ও ভবিষৎ প্রজন্মের জন্য সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি। এতে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করবো। তিনি বলেন তথ্যের প্রধান যোগানদাতা সাংবাদিক,গঠনমূলক কাউন্সিলের প্রধান হাতিয়ার সাংবাদিকদের কলম, সমাজ সুন্দর স্থিতিশীল রাখার কাজ আমাদের, সাংবাদিকরা সমাজের দর্পণ,সাংবাদিকদের লেখনীতে সমাজের স্বচ্ছ দর্পণ দেখা যায় গঠনমূলক কাজে সাংবাদিকদের উৎসাহ সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করতে চাই,সমাজের সবাইকে নিয়ে জেলায় যত সমস্যা আছে সে সব সমাধান করা হবে।তিনি বলেন আমার বাড়ি অন্য জেলায় কিন্তিু এখানকার মানুষের সাথে আমার প্রতিদিন দেখা হবে,আমি এখন আপনাদের আত্মীয় প্রতিবেশী।আত্মার আত্মীয় হয়ে সুসম্পর্কের সেতু বন্ধনে মানুষের সেবা ও কল্যাণ উন্নয়নে ভূমিকা রাখবো।
আজ শনিবার সকালে অভিনন্দন উপলক্ষে এ মতবিনিময় সভার শুরুতে পরিচয় পর্ব শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
প্রেস ক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, সাংবাদিক আবদুন নূর, সাবেক সহকারি সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বিপু প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকগন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর দফতর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন