জাতীয় শোক দিবস পালন :শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন–ডাঃ মোঃ আবু সাঈদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতাত্তোর সরকার পরিচালনায় বঙ্গবন্ধুর নেতৃত্বের সফলতা শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি এ এইচ এম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাচিপ’র সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা স্বাচিপ’র প্রচার সম্পাদক ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ। বক্তব্য রাখেন মোঃ কুতুব উদ্দিন আহমেদ, এসআই শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন, মোঃ মোশাররফ হোসেন বাবুল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শফিকুল আমীন, শাহনেওয়াজ খন্দকার, আলী আজম, এমটিইপিআই প্রদোষ কান্দি দাস, রাজিব চন্দ্র দাস, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম, সিএইচসিপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল সরকার, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, হাসিনা বেগম, আরিফ খান, শিমুল বেগম, আরিফুল ইসলাম দিপু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, এদেশের যা কিছু অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারি কর্মচারীগণ যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার আহবান জানান। দেশ স্বাধীনতার মাত্র তিনমাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬০টি দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়। উপজেলা পঃ পঃ কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করেন শেখ মুজিবুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্যে আল মামুন সরকার বলেন, স্বাধীনতাত্তোর সরকার পরিচালনায় বঙ্গবন্ধুর সরকার ব্যাপক সফলতা অর্জন করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে অন্য, বস্ত্র, বাসস্থানের জন্য হাহাকার, ঠিক সেই সময় বঙ্গবন্ধু শক্ত হাতে সরকার পরিচালনা করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। ৭৫’র ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারে নিমর্ম হত্যাকান্ডের মধ্য দিয়ে এদেশের উজ্জ্বল ভবিষ্যতকে একটি কুচক্রি মহল ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. আব্দুল বাছেদ ও কাজী হাফিজুল ইসলাম নাছু।
পরিশেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ দেওয়ান হোসাইন।
আপনার মন্তব্য লিখুন