জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও, বঙ্গবন্ধুর খুনি ছিলেন-আ.ক.ম মোজাম্মেল হক এম,পি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হলেও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম,পি। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে যাত্রা বিরতি কালে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধ ও এর চেতনাকে খালেদা জিয়া কলঙ্কিত-ভুলণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধকে সবসময় বিতর্কিত করার চেষ্টা করেছেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমী ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা গমন করেন।
আপনার মন্তব্য লিখুন