জেলা পূজা উদযাপন পরিষদ ও চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, মোহাম্মদ আনিসুর রহমান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনময় করেছেন। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ৬ আগষ্ট তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার পূজা কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এবং ৭ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), মোঃ আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মোঃ ইমতিয়াজ আহম্মেদ,পিপিএম, ডিআইও (১), জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়াসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ।
আপনার মন্তব্য লিখুন