টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ৭ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা দেওয়া শুরু হয়েছে। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সহায়তা প্রদান করেন। জেলা আওয়ামী লীগের সাধারন সাধারন সম্পাদক আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাসিরনগর সদরের পশ্চিম পাড়া ও গাঙ্কুলপাড়া এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও আহতদের খোঁজ নেন। এ সময় ঝড়ে ঘরচাপা পড়ে আহত পশ্চিমপাড়া গ্রামের মুমচাঁন বেগমের হাতে নগদ তিন হাজার টাকা তুলে দেন তিনি।
জেলা প্রশাসক জানান, মোট ৮ লাখ টাকা এবং ৫ হাজার কেজি চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা এবং নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেন জেলা প্রশাসক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, খবর পাওয়া মাত্র ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে জেলা প্রশাসন ও সরকারের কাছে অনুরোধ করেছি। পাশাপাশি দূর্গতের পাশে থাকার জন্যে জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তিনি দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছেন।
এদিকে এর আগে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০৭ জনের মাঝে ১০ কেজি করে চাল এবং তার ব্যক্তিগত উদ্যোগে ৬০ জনের মাঝে চিরা, মুড়ি, গুড়, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করেন। তিনি ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
শনিবার সকালে হওয়া টর্নেডোতে নাসিরনগর ও সরাইলের ১০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহেল তালুকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।
আপনার মন্তব্য লিখুন