ডেঙ্গুর ব্যাপারে আতংকিত না হয়ে চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জনি মল্লিক : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান কর্মসূচী হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে এডিশ মশক নিধন ও পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এই সভায় বক্তারা ডেঙ্গুর ব্যাপারে আতংকিত না হয়ে চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান। এবং সবাইকে এ ব্যাপারে সচেতন হয়ে ভূমিকা রাখার আহবান জানান হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ¦ ডাঃ মোহাম্মদ বজলুর রহমান এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ আলহাজ¦ এড. মোহাম্মদ হাবিবুল্লাহ। নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম, আলহাজ¦ ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক এহছান উল্লাহ মাসুদ, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম শাহজাদা পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভ’ইয়া, নাগরিক কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক,মোঃ আবুল কালাম, আলমগীর হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, ডেঙ্গুতে আতংকিত হওয়ার কিছু নেই,বাইরে থেকে যারা আক্রান্ত হয়ে এসেছে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সকলকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান। সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ বজলুর রহমান বলেন, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকলে ডেঙ্গুর বিস্তার হবে না। তিনি বলেন এডিশ মশা নিধনে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এবং রোগের আলামত দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। তিনি ড্রেনেজ ব্যবস্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সংশ্লিস্ট মহলকে আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন আতংকিত নয় সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
আপনার মন্তব্য লিখুন