ডেঙ্গু মশক নিধন অভিযানের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল:ডেঙ্গু মশক নিধন অভিযানের উদ্বাধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
ডেঙ্গু প্রতিরাধ নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ জনসচেতনতার বিকল্প নাই।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মেযর নায়ার কবির আরও বলেন, ডেঙ্গু প্রতিরাধে নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ আমাদের সকলকে সচেতন হতে হবে ।
তিনি সকলকে নিজ নিজ পাড়া-মহল্লায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলন, ডেঙ্গুর ব্যাপার আতঙ্কিত হওয়ার কিছুই নাই।
১৯ মার্চ বৃহস্পতিবার মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কর্মসূচিতে এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, পৌর সচিব মাঃ সামছুদ্দিন আহমেদ , সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, সাংবাদিক নজরল ইসলাম শাহজাদা, মশক নিধন কার্যক্রমের সুপারভাইজার মোঃ বাছির মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন