তারার মেলার উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ , ৭ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আরিফুজ্জামান : সামাজিক সংগঠন তারার মেলার উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৭ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এ কর্মসূচী হয়েছে। এতে আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক কর্মজীবী ও দরিদ্র মানুষসহ পথশিশুদের মধ্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়। এখানে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন ইকো, সাপ্তাহিক নতুন মাত্রা’র সম্পাদক আল-আমীন শাহীন, দৈনিক কুরুলিয়া’র সম্পাদক ইব্রাহিম খান সাদাত, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধে মাসুক হৃদয়, আর টিভির প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, ব্রাহ্মণবাড়িয়াস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক কাজী মো. জাবেদ হোসেন, জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, তারার মেলার সদস্য এনায়েত খান, মো. আল আমিন, হাবিবুর রহমান ও পারভেজ খান।
পরে তারার মেলা সংগঠনের আহবায়ক মো. আরিফুজ্জামান ও সদস্য সচিব আবু সোহেল সরকারের নেতৃত্বে দুই শতাধিক কর্মজীবী ও দরিদ্র মানুষসহ পথশিশুদের মধ্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।সংগঠনটির সদস্য সচিব আবু সোহেল সরকার জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন