তিতাস নদীতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগেপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে শহিদ মিয়া(৬২)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
শহিদ মিয়ার ৪ মেয়ে ও ৩ ছেলে। এদের মধ্যে ২মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১ ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রোববার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখে যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে শহিদ মিয়ার লাশটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তার বাবার লাশ শনাক্ত করে।
শহিদ মিয়ার মেয়ের জামাই কিতাব আলী মাষ্টার বলেন, আমার শ্বশুর আল্লাওয়ালা ও নামাজি লোক। অত্যন্ত পরহেজগার। কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে শনিবার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ তিতাস নদীতে তার লাশ পাওয়া যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আসলাম হোসাইন বলেন, তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
—মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি
আপনার মন্তব্য লিখুন