তুমি বুঝলে না–জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আমায় তুমি বুঝলে না,
তাই দিয়ে গেলে যাতনা।
আমায় বুঝতে চাওনি বলে,
করিনি তোমায় কুমন্ত্রণা।
প্রেম পিয়াসী ছিলাম আমি,
খুঁজেছি তোমার মনের ঠিকানা।
আমায় তুমি বুঝলে না।
তোমার কাছে আসব বলে
করেছি কত ছলনা।
চাইনি আমি তোমার দিলে
দিতে ব্যাথার যাতনা।
তবু তোমার কাছে আসতে দিলে না।
আমায় তুমি বুঝলে না।
স্বার্থ ছাড়া এই ভুবনে ভালবাসে কয়জনা?
স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই,
আপন পর মানতে চায় না।
পূর্ণ হলে মনের আশা
পেছন ফিরে চাইবে না!
এই কি তোমার মনের মন্ত্রণা।
এই ভুবনের সবাই তো আর
ভালবাসায় করে না ছলনা।
তাই বলে তোমার কাছে এসে
আমায় ভালবাসতে দিলে না।
দুর থেকেই নাহয় বাসব ভাল,
কাছে আসতে চাইব না।
আমায় তুমি বুঝলে না।
বুঝতে যদি,জানতে তুমি
ভালবাসায় ছিল না কোনো ছলনা।
হয়তো তুমি বুঝবে সেদিন,
যেদিন আমি তোমার পাশে থাকব না।
খুঁজবে তোমার মন বাগানে
আমায় দেখতে পাবে না।।
আপনার মন্তব্য লিখুন