নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে –লায়ন ফিরোজুর রহমান ওলিও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ , ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়ায় স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার সুলতানপুর ইয়াকুব নগরস্থ লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক কাজী আবদুল কাইয়ূম খাদেম, ইয়াকুব নগর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা কফিল উদ্দিন,উপজেলা প্রাথমিক মোস্তফা দেলোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আ.ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সাংবাদিক আশেক মান্নান হিমেল, আঙ্গুর হাজারী প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি, জেএসসি ও পিএসসির ১৯৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় অভ’তপূর্ব উন্নয়ন সাধন করেছে। উন্নত জাতি গঠনে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের শিক্ষার আওতায় আনতে হবে। সকল শিশু কিশোরদের সুশিক্ষিত করে গড়ে তুলতে তিনি শিক্ষক অভিভাবক সহ সকলকে আন্তরিক ভ’ূমিকা রাখার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »