নারীর প্রতি শ্রদ্ধা —– আবু কাউছার সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নারীর প্রতি দিওনা কেউ
হিংস্র হাতে থাবা,
তুমিও নারীর ছেলে, ভাই
————হতেও পারো বাবা।
জনম তোমায় যে দিয়েছে
তােমার আম্মাজান,
মায়ের ক্ষতি চায়না কেহ
———– থাকতে দেহে প্রাণ।
বোনের ক্ষতি ভাই কখনো
পারেনা মেনে নিতে,
ভগ্নি-ভ্রাতার এমনি প্রেম
————— রবের ধরণীতে।
কন্যা সন্তান অতীব প্রিয়
বাবা মায়ের কাছে,
মেয়ের দুখে পিতা মাতার
————- জীবন বৃত্ত মিছে।
মাতা ভগ্নি কন্যার মতন
দৃষ্টি নারীর প্রতি,
আনতে পারেনা ডেকে কভু
———- তাদের কোন ক্ষতি।
বাবা-মা’র সুসন্তান তুমি
পুরুষ যদি হও,
সুস্থ বিবেকে অন্যকে জান
———– দ্বীনের শিক্ষা লও।
বাঁধা বিপদে দাঁড়াতে হবে
বীরের রূপ ধরি,
নারীরা হলো মায়ের জাতি
————— শ্রদ্ধায় মন ভরি।
আপনার মন্তব্য লিখুন