নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আকতার হোসেন ভুইয়া ॥ নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনুর্ধŸ-১৭)উদ্বোধন করা হয়েছে।রবিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনে চাতলপাড় ইউনিয়ন একাদশ ও পূর্বভাগ ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলায় চাতলপাড় ইউনিয়ন একাদশ ২-০ গোলে পূর্বভাগ ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা আক্তারের সভাপতিত্বে¡ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ । এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজামান ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল আলম,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকিসহ সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩টি দল অংশগ্রহন করে।এ টুর্নামেন্ট থেকে যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে উপজেলা একাদশ জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »