নাসিরনগরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, গাছসহ গ্রেফতার-১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আকতার হোসেন ভুইয়াা ॥ নাসিরনগরে রাইসুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বাড়ির উঠানে গাঁজা চাষ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোর্কণ গ্রামে বাড়ির আঙ্গিনায় চাষ করা গাঁজার গাছসহ সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রাইসুল ইসলামকে (৩০) গোর্কণ নিজ বাড়ির উঠানের প্রায় ১০/১২ ফুট উচ্চ একটি চাষকৃত গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছে। আটককৃত রাইসুল ইসলাম গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেন জানায়,সে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ একটি চক্র নিয়ে গাঁজা সেবন করে আসছে। গোপনে সে গাঁজা চাষ করেছিল।অভিযান চালিয়ে বড় একটি গাঁজার গাছ উদ্ধার ও চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাইসুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন