নাসিরনগরে মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ৩ জুন ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সংবাদদাতা ॥ দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে মসজিদের দান খয়রাত কমে যাওয়ার প্রেক্ষিতে দৈনন্দিন ব্যয় মেটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫১৮টি মসজিদে ২৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে সামাজিক দুরুত্ব বজায় রেখে নাসিরনগর সদর ইউনিয়নের ৪৪টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়।প্রতিটি মসজিদের ইমামদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা,মসজিদের ইমাম,মোয়াজ্জেনগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, বিশ্বব্যাপী রিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব অনুসরনসহ নানা কারণে দেশের মসজিদ গুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে।ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাচঁ হাজার টাকা হারে অনুদান দিয়েছে।
আপনার মন্তব্য লিখুন