পরিকল্পনামাফিক কাজ যথাযথ বাস্তবায়ন করতে হবে ….মোঃ শাহগীর আলম
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , ১৬ মে ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
হাবিবুল ইসলাম রাজ্জি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোঃ শাহগীর আলম বলেছেন, পরিকল্পনামাফিক কাজ যথাযথ বাস্তবায়ন করে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে হবে। সমাজ উন্নয়ন মূলক কর্মসূচীতে স্কাউটদের সম্পৃক্ত করে একটি সুন্দর সমাজ গঠন, সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, দাঙ্গা মাদকের বিরুদ্ধে প্রচারণা জনসচেতনতা সৃষ্টি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ স্কাউট কার্যক্রম পরিচালনা, স্মার্ট ও দক্ষ কাব স্কাউট গড়তে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সম্ভাবনাময় জেলা তাই সম্মিলিত প্রয়াসে আন্তরিকভাবে কাজের মাধ্যমে এ জেলার ঐতিহ্যকে বিকশিত করতে হবে।
মঙ্গলবার দুপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে কর্মশালায় স্কাউটস এর কুমিল্লা অঞ্চলের উপ -কমিশনার মোঃ মোজাম্মেল হোসেন , জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, জেলা স্কাউটসের কমিশনার মোঃ শাহিদুল ইসলাম , সম্পাদক নিয়াজ মোঃ কাজল সহ বিভিন্ন উপজেলার কমিশনার ও সম্পাদকগণ বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় বিভিন্ন উপজেলার কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
আপনার মন্তব্য লিখুন