নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপ ভ্যানের ধাক্কায় কসবায় থানার এসআই নিহত।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ , ২০ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোস্তফা কামাল (৫৭) নামের এক এসআই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা এলাকার মৃত হাজী আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মির্জা মুহাম্মদ সাইফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তফা কামালকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে এবং তার ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় । পরে দীর্ঘ এক ঘন্টা জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শহীন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে মোস্তফা কামাল কালামুড়িয়া গ্রামে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন। এ সময় তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্রেক্স নেওয়া হলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ নিয়ে আসে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »