প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে — মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেদীপ্ত ঘোষ : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিস্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গভীর আন্তরিকতায় দেশে প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক কার্যক্রম চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে প্রতিবন্ধী বান্ধব জেলা হিসেবে গড়তে এবং প্রতিবন্ধীীদের সেবা নিশ্চিত, কর্মসংস্থান সহ নানামুখী কার্যক্রম সফল করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
আজ মঙ্গলবার সকালে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে শহরের পশ্চিম পাইকপাড়ায় ড্রিম ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। আমি এই সেন্টারের জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করছি এবং আরও সহযোগিতা করা হবে। তিনি স্থানীয় সার্কিট হাউজ থেকে ভার্চুয়াল সংযোগে মিলিত হন এসময়ে সম্মানিত জেলা প্রশাসক ,জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জন সহ জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই দিকে ড্রিম ফর ডিসএ্যবিলিটি ফাউন্ডশনের চেয়ারম্যান এবং সেন্টারের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নার পরিচালনায় সেন্টার প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, নতুন মাত্রার সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমীন শাহীন ,সমাজকর্মী মাহমুদ হাসান, রাসেল ,মুনীর চৌধুরী , জুবায়ের নূর,আব্দুল মুকিত সহ অন্যান্যরা।
আপনার মন্তব্য লিখুন