প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সরকার। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস বাংলাদেশে আসে। ১০০ টি কার্টনে করে মোট ৭০০ পিস আনারস আসে যার ওজন ৯৮০ কেজি।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আনারসগুলো গ্রহন করেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের কর্মকর্তা নবুল সনোয়াল। ভারতের পক্ষ থেকে ত্রিপুরা হটিকালচারের ডাইরেক্টর ফনি ভুষণ জমাতিয়া, সহকারি কর্মকতৃা ড. দীপক বৈদ্য আনারস বুঝিয়ে দেন। এ সময় আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন