ফেইসবুক ভিত্তিক সংগঠন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া দিলো ঈদ উপহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২৩ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিলঃ ফেসবুক ভিত্তিকগ্রুপ” টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া ” সংগঠন এর উদ্যোগে ছিন্নমূল,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আজ শনিবার বিকালে পৌর এলাকার গভ:মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গনে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়|উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই,চিনি,দুধ,কিছমিস,নুডুস |
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও দৈনিক যায়যায় দিন এর স্টাফ রিপোর্টার মো:বাহারুল ইসলাম মোল্লা,এডভোকেট জয়লাল বিশ্বাস,জেলা রেডক্রিসেন্ট যুব প্রধান ফয়সাল উদ্দীন ভূইয়া,গ্রুপ মডারেটর অনিক,শিফা,অবিরাম,গ্রুপ সদস্য, আফরিন,শুভ,ফাহিম,আশিক,সামি,রফিক,সাব্বির
|ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পর্কে “টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া” সংগঠনের প্রতিষ্ঠাতা ও গ্রুপ এডমিন প্রসন্ন দাস জানান, সবার মুখে ফুটে উঠুক ঈদের হাসি|এই প্রত্যাশা রেখে আমাদের সংগঠনের আজকের এই ক্ষুদ্র প্রয়াসে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়
আপনার মন্তব্য লিখুন