নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ , ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

একটি মাদকমুক্ত নির্বাচনী আসন গড়ে তুলার জন্য সর্বত্র প্রয়াস করবো
——————-র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমাদের যুব সমাজকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য খেলাধূলা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধূলা একটি উত্তম মাধ্যম। তিনি ঝাঁকজমক খেলায় মাদ্রাসার ছাত্রদের উপস্থিত দেখে মাদ্রাসার ছাত্রদের অগ্রসর হওয়ার আহবান জানান। তিনি বলেন সমাজ থেকে মাদক মুক্ত রাখতে হলে মাদক ব্যবসার এবং সেবনে জড়িতদের বিরুদ্ধে সমাজের জনপ্রতিনিধিসহ সকলে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে তিনি আরো বলেন, একটি মাদকমুক্ত নির্বাচনী আসন গড়ে তুলার জন্য সর্বত্র প্রয়াস করবো। তিনি মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্তক অবলম্বন করবো এবং তারা যেন সমাজের কোন অংশের নেতৃত্বে না আসতে পারে সে দিকে নিশ্চিত করতে হবে। এসময় বক্তব্যে রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা ওয়াছেক সিদ্দিকী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবিএম তৈয়মুর, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ , সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম, প্রমুখ। ডাঃ আব্দুল মতিন সেলিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশাররফ হোসেন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মহিম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সাকির ছোটন, বিশিষ্ট ফুটবলার মোঃ আজাদ। এসময় মাঠের কানায় কানায় খেলা উপভোগকারী হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা ট্রাইবেকারে সুহিলপুর -১-০ গোলে সুলতানপুরকে পরাজিত করে।– প্রেস বিজ্ঞপ্তি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »