বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইতিহাসের বাঁকঘোরানো এক সিংহ পুরুষ — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বর্ষিকী উপলক্ষ্যে বেকারত্ব বিমোচনে কর্মক্ষম যুব সমাজ শীর্ষক আলোচনা সভা সোমবার সকালে প্রকল্প সমন্বয় পরিষদের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শহর সমাজসেবা অফিসার শারমীন রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূইয়া, সমাজসেবা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আবদুল মান্নান, প্রশিক্ষক স্মৃতি সবুর, বুলবুল ফেরদৌস, অমর রায় প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, কি বাল্যে কি কৈশোরে কি মত্ত যৌবনে সবখানেই বঙ্গবন্ধু ছিলেন এক কালজয়ী মহাপুরুষ। বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসের এক অবিভাজ্য সত্তা। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইতিহাসের বাঁকঘোরানো এক সিংহ পুরুষ। বাঙালি জাতির চরিত্র সম্পর্কে তার চেয়ে বোধকরি আর কেউ জানতেন না। জীবনের বিনিময়ে তিনি সেই জাতির জন্যই রচনা করেন ইতিহাসের এক অমোঘ অধ্যায়। পৃথিবীতে কোনো জাতিই মাত্র ৯ মাসে স্বাধীনতা লাভ করতে পারেনি। বঙ্গবন্ধুর এক তেজোদীপ্ত ভাষণেই উদ্বুদ্ধ গোটা জাতি সেই বহু কাক্সিক্ষত স্বাধীনতা ছিনিয়ে আনেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। তিনি দেশে বেকারত্ম দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে যুব সমাজ দেশে নিজেদের কর্মদক্ষতার মাঝে নিজেকে তুলে ধরছেন দেশ বিদেশে। যা একমাত্র দেশ ডিজিটালাইজেশনের কারণেই সম্ভব হয়েছে।
আপনার মন্তব্য লিখুন